24x7 Taaza Samachar
একটি নিরেট প্রেমের কবিতা
Tuesday, 29 Jun 2021 06:39 am
24x7 Taaza Samachar

24x7 Taaza Samachar

আদিত্য নজরুল

তোমাকে দেখলেই ছোঁ পাগল

মাছরাঙা হয়ে যেতে ইচ্ছে করে... 

ইচ্ছে করে হৃৎপিণ্ড বরাবর ছোঁ মেরে
ভালোবাসা তুলে আনি
নিপুণ কৌশলে। 

সর্বনাশ হয়ে যাবে ভেবে
যে শস্য শরম তুলে রাখো চোখে
তোমাকে দেখলেই
চরের ধানের মতো কেটে নিতে ইচ্ছে করে।

তোমাকে দেখলেই
পিঠে হাত দিয়ে
বলতে ইচ্ছে করে
লাল ব্লাউজের নীচে পাটিসাপটা পিঠার ভাজের মতো ওটা কি? 

তোমাকে দেখলেই
খুটিয়ে খুটিয়ে
সমুহ সুন্দর বের করতে ইচ্ছে করে।

তুমি হীন দিনগুলো
গোলাপ ফুলের টুটি চেপে ধরা ফুল বিক্রেতার মতো পাষাণ মনে হয়।